নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ করোনা-র চিকিৎসায় ত্রিপুরায় খুব শীঘ্রই প্লাজমা থ্যারাপি শুরু হচ্ছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমেও প্লাজমা থ্যারাপির ফলে যথেষ্ট সাফল্য মিলেছে৷ তাই সম্ভবত প্লাজমা ব্যাংক গঠনে ত্রিপুরা সরকার উদ্যোগী হয়েছে৷
ত্রিপুরায় করোনা ভয়াবহ রূপ নিচ্ছে৷ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে প্রতিদিন করোনা-য় মৃত্যুর হারও বাড়ছে৷ অথচ, করোনা-র নির্দিষ্ট কোনও চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি৷ মেডিসিন কিংবা ভ্যাকসিন পাওয়া যথেষ্ট সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে৷ এই কঠিন পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে প্লাজমা থ্যারাপি যথেষ্ট সফলতা পেয়েছে৷
অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টারস অ্যাসোসিয়েশন রাজ্যে করোনা মোকাবিলায় প্লাজমা থ্যারাপি চালু করার প্রস্তাব দিয়েছে৷ সেই লক্ষ্যে ইতিপূর্বে সংগঠন করোনা-মুক্ত ত্রিপুরাবাসীর কাছে স্বেচ্ছায় প্লাজমা দানের আবেদন জানিয়েছে৷ সূত্রের খবর, করোনা-মুক্ত অনেকেই স্বেচ্ছায় প্লাজমা দান করতে আগ্রহী বলে নাম নথিভুক্ত করতে চাইছেন৷ তাতে সহজেই প্লাজমা ব্যাংক গঠন করা সম্ভব বলেও মনে করা হচ্ছে৷
আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরায় প্লাজমা থ্যারাপি চালু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার৷ খুব শীঘ্রই এই থ্যারাপি ত্রিপুরায় চালু হচ্ছে৷ তাতে, করোনা আক্রান্তরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন বলে মনে হচ্ছে৷ চিকিৎসকদের দাবি, করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পর তাঁর রক্ত থেকে প্লাজমা নেওয়া যায়৷ সেই প্লাজমা করোনা আক্রান্তের চিকিৎসায় ব্যবহার করা যায়৷ তাতে সাফল্য মিলেছে৷ দিল্লিতে প্রথম প্লাজমা থ্যারাপিতে সফলতা এসেছে৷ এর পরই বিভিন্ন রাজ্য এই পদ্ধতি অনুসরণ করছে৷