সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, মারা গেলেন গাজিয়াবাদের সাংবাদিক বিক্রম জোশি

গাজিয়াবাদ, ২২ জুলাই (হি.স.): চিকিৎসকদের সম্ভাব্য সমস্ত ধরনের প্রচেষ্টা ব্যর্থ হল! প্রাণে বাঁচানো সম্ভব হল না, মারা গেলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম সাংবাদিক বিক্রম জোশি। বুধবার ভোর চারটে নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংবাদিক বিক্রম জোশি।

গত ১৬ জুলাই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায়, তাঁর ভাইঝিকে নিগ্রহের অভিযোগ জানান বিক্রম জোশি। এরপর ২০ জুলাই রাত ১০.৩০ মিনিট নাগাদ বিজয় নগর এলাকায় বাড়ির কাছেই বিক্রমকে নির্বিচারে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিক্রমকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছিলেন, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হল না এই সাংবাদিককে। পরিবার সূত্রের খবর, ‘বুধবার ভোর চারটে নাগাদ বিক্রমের মৃত্যু হয়েছে।’ পুলিশ সূত্রের খবর, গাজিয়াবাদের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন বিক্রম জোশি। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।