নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে৷ দুজনই মহিলা৷ আগরতলা সরকারি মেডিকেল কলেজে সোমবার ওই দুই মহিলার মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, একজনের বাড়ি সিপাহীজলা জেলায় এবং অন্যজনের বাড়ি ধলাই জেলার কমলপুরে৷ এদিকে, রাজ্যে নতুন করে আরও ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, এদিন ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ৪৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতেই ২০২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ২০২ জনের মধ্যে ২৫ জন বিমান যাত্রী, ৩ জন সংস্পর্শে, ২ জন এইচসিডব্লিও, ২ জনের কোন ভ্রমণ ইতিহাস নেই, ৩ জন কন্টেইনমেন্ট জোনে, ৬ জনের উপসর্গ ভিত্তিক এবং ১৬১ জন এন্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে৷ এদিকে, ২০২ জনের মধ্যে বিএসএফের ১৯ জন জওয়ান রয়েছেন৷
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২ জনের মধ্যে পশ্চিম জেলায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন৷ তাছাড়া গোমতী জেলায় ৪০ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, ধলাই জেলায় ১৯ জন, উত্তর জেলায় ১৬ জন, দক্ষিণ জেলায় ৯ জন, ঊনকোটি জেলায় ৬ জন এবং খোয়াই জেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় কোভিড কেয়ার সেন্টর থেকে ৮৬ জন রোগীকে সুস্থ হওয়ায় ছুটি দেওয়া হয়েছে৷
এদিকে, এদিন যে দুই মহিলার মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ৮০৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল গোমতী জেলা হাসপাতালে৷ সেখান থেকে রবিবার রাতে আগরতলা সরকারি মেডিকেল কলেজে রেফার করা হয়৷ এখানে তাঁকে পরীক্ষা করা হয়েছে৷ দেখা যায় ওই মহিলার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার তাঁর মৃত্যু হয়৷ অন্যদিকে, ধলাই জেলার কমলপুর থেকে এক মহিলাকে আগরতলা সরকারি মেডিকেল কলেজে আনা হয়েছিল স্ট্রোক হওয়ায়৷ ৬৫ বছরের ওই মহিলাকে রবিবার আনা হয়েছিল৷ তাঁকেও পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ৷ চিকিৎসাধীন অবস্থাতে ওই মহিলারও সোমবার মৃত্যু হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজে৷