নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বশক্তিমান ইমেজই এই মুহূর্তে দেশের বৃহত্তম দুর্বলতা। সোমবার ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত-চিন বিবাদের মূলে রয়েছে মোদীর ‘আত্মঅহঙ্কারি’ আচরণ, সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করা ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন রাহুল। ভিডিও বার্তায় তিনি মোদীকে আক্রমণ করে বলেছেন, মোদীর মিথ্যে সর্বশক্তিমান ইমেজই দেশেকে আরও দুর্বল করে তুলছে। প্রধানমন্ত্রীর অহংঙ্কারের কারণেই চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে বলেও অভিযোগ করেছেন রাহুল।
একটি ভিডিও আপলোড করে রাহুল টুইটারে লিখেছেন, ক্ষমতায় আসার জন্য ভুয়ো শক্তিশালী ইমেজ তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী। এটিই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। যা এই মুহূর্তে ভারতের বৃহত্তম দুর্বলতায় পরিণত হয়েছে।
চিনের সঙ্গে বিবাদ মোদীর জন্যই
চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। লাদাখে যা ঘটেছে তা সীমান্ত সমস্যা বললে ভুল হবে। চিন স্ট্র্যাটেজি ছাড়া কোনও পদক্ষেপ করে না। এলএসি-র একাধিক এলাকায় চিনা বাহিনী আস্ফালন শুরু করেছে। কেন হঠাৎ করে বেজিংয়ের এই পদক্ষেপ সেটা ভেবে দেখা উচিত।
পাকিস্তানের সঙ্গে চিনের সুসম্পর্ক
চিন কেন হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করল সেটাও ভেবে দেখতে হবে। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে কী পদক্ষেপ করতে চাইছে চিন সেটা ভেবে দেখা সরকারের।
৫৬ ইঞ্চির ছাতি দেশকে সুরক্ষা দিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে বিজেপি আস্ফালন করে থাকে। দেশ যখন সংকটে তখন এই ৫৬ ইঞ্চির ছাতি কী করছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। ৫৬ ইঞ্চির ছাতি এখন রক্ষা করে দেখান।