দুবাই, ২০ জুলাই (হি. স.) : করোনা ভাইরাসের জেরে অবশেষে স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টবোরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
সম্ভাবনা ছিলই, শেষ পর্যন্ত তাতে সিলমোহর দিল আইসিসি৷ মাস দু’য়েক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল করোনাভাইরাস অতিমহামারী পরিস্থিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব৷ তবুও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা করছিল আইসিসি৷ কিন্তু অবশেষ সোমবার চলতি বছর অর্থাৎ ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আইসিসি৷ সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টবোরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷
১৬ দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত৷ কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কোভিড-১৯ প্রকোপের কারণে অনেক আগেই এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সোমবার আইসিসি বিবৃতি দিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়, ‘আজকের মিটিংয়ে ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে পরের তিনটি আইসিসি টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ী হবে৷
এই গুলি হল: আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২১ অক্টোবর থেকে ২০২১ নভেম্বর৷ ফাইনালটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ২০২১৷
আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে অক্টোবর -নভেম্বর ২০২২৷ ফাইনাল ম্যাচটি হবে ১৩ নভেম্বর ২০২২৷
এছাড়া আইসিসি পুরুষ ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে অক্টোবরে-নভেম্বর ২০২৩৷ ফাইনাল ২৬ নভেম্বর৷