জয়পুর, ১৮ জুলাই (হি. স.): জনতা কি ভাবছে, জনতার রায় কার দিকে, জনবার্তা কি ইঙ্গিত করছে।এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রীকে হবে, তা নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
রাজনৈতিক মহলের মতে শচীন পাইলটকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। এছাড়াও এদিন বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে অশোক গেহলট নিজের টুইটার বার্তায় লিখেছেন, বিজেপির নিজের নেতা তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ কৈলাস মেঘাবল গত দুই মাস ধরে রাজ্য সরকার ফেলে দেওয়ার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যে ঘোড়া কেনাবেচার প্রক্রিয়া চলছে সেগুলোকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছেন।
নিজের টুইট বার্তায় অশোক গেহলট আরও লিখেছেন যে বিক্ষুব্ধ বিধায়কদের আত্মচেতনা একান্ত বাঞ্ছনীয়।দেশকে বাঁচানোর জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।