রেল বেসরকারীণ, স্টেশনে বিক্ষোভ দেখাল বামপন্থী যুব সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সারা দেশের ১০৯টি রোটে ১৫১টি রেলকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বামপন্থী যুব সংগঠনগুলি৷


বুধবার সারা দেশের সাথে রাজ্যেও রেল বেসরকারীকরণের প্রতিবাদে রেলমন্ত্রী পিযুশ গোয়েলের উদ্দেশ্যে ডেপুটেশন প্রধান করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-টিওয়াইএফ৷ এদিন আগরতলা রেল স্টেশনের কর্তব্যরত আধিকারিকের কাছে রেলমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়৷
সেই সাথে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে জানিয়ে ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে৷ ডেপুটেশনে সামিল হয়ে ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, কেন্দ্রীয় সরকার ১০৯টি রোটে ১৫১টি রেলকে বেসরকারীকরণের যে সিদ্ধান্ত নিয়েছে তা জনবিরোধী৷ এই সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশে কর্ম সংস্থানের উপর যে প্রভাব পড়বে তেমনি যাত্রীভাড়া বাড়বে৷

এই সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশে কর্ম সংস্থানের উপর যে প্রভাব পড়বে তেমনি যাত্রীভাড়া বাড়বে৷ সেই সাথে রেলে নিয়োগ বন্ধ করার ফলে দেশে বেকারের সংখ্যা বাড়তে থাকবে৷ এই বিষয়গুলি এদিন রেলমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তোলে ধরা হয়েছে বলে জানান পলাশ ভৌমিক৷


এদিনের আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএয়াইএফআই রাজ্য সম্পাদক নবারূন দেব, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যরা৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা রাজ্যেই বিক্ষোভ কর্মসূর্চি সংগঠিত করেছে এই ২ বাম যুব সংগঠন৷