নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ আবারও জিবি হাসপাতাল কমপ্লেক্সে থাবা বসিয়েছে করোনা৷ এবার ক্যান্টিন কর্মী আক্রান্ত হয়েছেন৷ তাই তাঁর সংস্পর্শে এসেছেন এমন ২০ জনকে একান্তবাসে পাঠানো হয়েছে৷ ক্যান্টিনও স্যানিটাইজ করার ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷
ইতিপূর্বে জিবি হাসপাতালে চিকিৎসক এবং সেবিকা করোনায় আক্রান্তের ঘটনায় দুদিন বহির্বিভাগ এবং রোগী ভরতি বন্ধ রাখা হয়েছিল৷ পুরো জিবি হাসপাতালকে স্যানিটাইজ করার পর গতকাল থেকে পরিষেবা স্বাভাবিক করা হয়৷ এরই মধ্যে নতুন করে জিবি হাসপাতালে করোনা-র সংক্রমণ নিয়ে চিন্তা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷
স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, জিবি হাসপাতালের একজন ক্যান্টিন কর্মীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সম্ভবত, করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সংস্পর্শে গিয়ে ওই ক্যান্টিন কর্মী আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্যান্টিন স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে৷

