নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.): রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি। ব্লুমবার্গ বিলোনিয়ার ইন্ডেক্স প্রকাশিত রিপোর্টে এই পরিসংখ্যান মিলেছে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজকে সরিয়ে দিয়ে তিনি এই স্থানে পৌঁছে গিয়েছেন। ভারত এবং এশিয়া মহাদেশ ধনীতম ব্যক্তিত্ব হলেন মুকেশ আম্বানি। তার আগে কেউ নেই। এশিয়া মহাদেশে তিনি অদ্বিতীয় এবং অপ্রতিরোধ্য। বর্তমানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৭২.৪ বিলিয়ন ডলার।
সম্প্রতি রিলায়েন্স শেয়ারের দাম বৃদ্ধি হওয়ায় লাভবান হয়েছেন মুকেশ আম্বানি। করোনা জেরে যখন বিভিন্ন ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। কখন ক্রমশই সাফল্য পাচ্ছে মুকেশ আম্বানি।নিজের সম্পত্তির পরিমাণ ক্রমাগত বাড়িয়ে চলেছেন তিনি। বিশ্বের সেরা ১০ ধনীতম ব্যক্তির তালিকায় এশীয়বাসী হিসেবে রয়েছে এই ভারতীয়ের নাম।