পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের রহস্যমৃত্যু, টুইটারে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনায় টুইটারে সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন৷


সোমবার সকালে গ্রামের বাড়ির কাছেই বিন্দলে একটি দোকানের বারান্দায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ বিজেপি বিধায়কের রহস্য-মৃত্যুতে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দল৷

দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ কয়েকজন মোটর বাইক আরোহী তাঁকে বালিয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ সোমবার সকালে বালিয়ার মোড়ে একটি বন্ধ দোকানঘরের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ স্থানীয়দের দাবি, রাত দশটা পর্যন্ত দেবেন্দ্রনাথবাবু স্থানীয় চায়ের দোকানে ছিলেন৷ তার পর রাত একটা নাগাদ একটি মোটর বাইক তাঁর বাড়ির দিকে যায়৷ এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়েছেন তাঁরা৷ সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপিও৷
এই ঘটনায় টুইটারে সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি টুইট করে বলেন, উত্তর দিনাজপুরে হেমতাবাদ সংরক্ষিত আসনে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ বিন্দালে তাঁর গ্রামের বাড়ির পাশে উদ্ধার হয়েছে৷ জনগণের স্পষ্ট মত, তাঁকে খুন করার পর ঝুলিয়ে রাখা হয়েছে৷ মুখ্যমন্ত্রী ওই ঘটনায় প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, তাঁর অপরাধ তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷