নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ রাজ্যে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা৷ নতুন করে আরও ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে একথা জানিয়েছেন৷ তিনি জানান, এদিন ১৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১০৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ১০৫ জনের মধ্যে পশ্চিম জেলায় ৩৭ জন, গোমতী জেলায় ২৯ জন, সিপাহীজলা জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ৭ জন, উত্তর জেলায় ৫ জন, ধলাই জেলায় ৫ জন এবং ঊণকোটি ৪ জন৷
হঠাৎ করে করোনা গ্রাাফ বৃদ্ধি পাওয়ায় জনমনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন এলাকায় কন্টেইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷ সীমান্ত এলাকা থেকে দুই কিলোমিটার ব্যসার্ধে রাত্রীকালীন কাফঁু আরও কঠোর করা হয়েছে৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী শনিবার এক অনুষ্ঠানে রাজ্যে কয়েকদিনের জন্য লকডাউন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন৷ তবে, কবে থেকে এই লকডাউন হবে এই ব্যাপারে প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি৷
একাধিক পদক্ষেপ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তরফ থেকে নেওয়া সত্ত্বেও গোটা ভারতজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৬৩৭ জন৷ নিহত ৫৫১৷ ফলে গোটা দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯৫৫৩৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯২২৫৮৷ সুস্থ হয়ে উঠেছে ৫৩৪৬২১৷ দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬৭৪ জন৷ করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৬০০৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৯৪৯৯৷সুস্থ হয়ে উঠেছে ১৩৬৯৫৮৷ নিহত ১০১১৬৷মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু৷সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২২৬৷সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬৪১৩৷সুস্থ হয়ে উঠেছে ৮৫৯১৫৷মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯৮৷
এদিকে, করোনার বিরুদ্ধে ভারত যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা গোটা বিশ্ব প্রশংসা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হরিয়ানার কাদারপুর গ্রামে সিআরপিএফের প্রশিক্ষণকেন্দ্রে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপণ কর্মসূচীর প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত৷গোটা বিশ্ব ভেবেছিল করোনা মোকাবিলায় ভারত কি করবে৷কিন্তু এখন করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভারতের সাফল্যকে নিরীক্ষণ করে খুশি বিশ্ব৷ এই মুহূর্তে ভারত সাফল্যের সঙ্গে করোনা প্রতিরোধের কাজ চলছে৷
করোনা নির্মূলের লক্ষ্যে ভারতের নিরাপত্তা বাহিনীর ভূমিকা অপরিসীম৷এই সকল করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাই৷জঙ্গি দমনের পাশাপাশি করোনা দমন কি করে করতে হয় সেটাও তারা দেখিয়ে দিয়েছে৷ আগামী দিনে যখনই করোনা সংকটকাল নিয়ে ইতিহাস লেখা হবে তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আত্মত্যাগকে মনে রাখা হবে৷সর্ব ত্যাগী সেইসব জওয়ানদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

