নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ভারত । আর এই ডিজিটাল ভারত গড়তে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল। সোমবার গুগল ফর ইন্ডিয়া কনফারেন্সে এই ঘোষণা করেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি জানিয়েছেনআগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই টাকা খরচ করবে গুগল ।
এর আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন সুন্দর পিচাই। এই বিপুল অর্থ প্রযুক্তির বিকাশ ও নয়া উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। এদিন কনফারেন্সে ভারত নিয়ে গুগলের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন সু্ন্দর পিচাই। গুগল পে-র মাধ্যমে ডিজিটাল পেমেন্টকে আরও জনসাধারণের কাছে নিয়ে যাওয়া ও কম খরচে স্মার্টফোন বানাবে গুগল বলে জানান তিনি।
সুন্দর পিচাই বলেন যে আগামী ৫-৭ বছরে তারা ভারতে ডিজিটাইজেশনের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি করবেন। এটা ইক্যুটি, পার্টনারশিপ ও পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে। ভারত ও তার ডিজিটাল ইকনমির প্রতি গুগলের আস্থার এটা প্রতিফলন বলে জানান সুন্দর পিচাই। সমস্ত ভারতীয় যাতে নিজেদের ভাষায় সস্তায় ইন্টারনেট পান, তার জন্য গুগল চেষ্টা করবে বলে জানিয়েছেন সংস্থার সিইও।
প্রধানমন্ত্রী মোদী আজ টুইট করেছেন সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক নিয়ে। তিনি বলেন যে খুব ভালো কথা হল। কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের চাষী, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের জীবন বদলে যেতে পারে, সেই নিয়ে আলোচনা হয়েছে।