নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি উমা ভারতী। উমা ভারতী দাবি করে বলেছেন, শিক্ষিত এবং যোগ্য নেতাদের থেকে পিছিয়ে পড়ার ভয় রয়েছে রাহুল গান্ধীর, আর তাই তরুণ নেতাদের উঠতেই দেন না তিনি।
সোমবার উমা ভারতী বলেছেন, রাজস্থানে এখন যা চলছে এবং মধ্যপ্রদেশে আগে যা হয়েছে, এসবের জন্য রাহুল গান্ধীই দায়ী। কংগ্রেসের তরুণ নেতাদের উঠতেই দেন না তিনি। তিনি মনে করেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এবং শচিন পাইলটের মতো শিক্ষিত এবং যোগ্য নেতা যদি বড় পদ পেয়ে যায়, তাহলে তিনি (রাহুল গান্ধী) পিছিয়ে পড়বেন।’