BRAKING NEWS

রেলের করোনা কেয়ার সেন্টারে তিনদিনে ভর্তি ৩৮ জন

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): দিল্লির উত্তর রেলওয়ে শকুরবস্তি স্টেশনে অবস্থিত করোনা কেয়ার সেন্টারে বিগত তিন দিনে ৩৮ জন করোনা রোগী ভর্তি হয়েছে। এই করোনা কেয়ার সেন্টারে সব মিলিয়ে ১১৩ জন রোগীর চিকিৎসা হয়েছে।

উত্তর এবং উত্তর-মধ্য রেলওয়ের মহাপ্রবন্ধক রাজীব চৌধুরী সোমবার জানিয়েছেন, করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমস্ত রকমের সহায়তা দিতে অঙ্গীকার দিল্লির উত্তর রেলওয়ে। শকুরবস্তি স্টেশনে অবস্থিত করোনা কেয়ার সেন্টারে এখনও পর্যন্ত চিকিৎসা হয়েছে ১১৩ জন রোগীর।এর মধ্যে ৪১ জনের ছেড়ে দেওয়া হয়েছে বা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই সেন্টারে বর্তমানে চিকিৎসাধীন ৭২জন। এর আগে ১০ জুলাই এই করোনা কেয়ার সেন্টারে ৭৫ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ২৯ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৪৬ জন চিকিৎসাধীন।

করোনা মোকাবিলায় দিল্লি সরকারের চাহিদা অনুযায়ী উত্তর এবং উত্তর-মধ্য রেলওয়ে ৫০৩ টি আইসোলেশন কোচ তৈরি করেছে।যা দিল্লির বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *