করোনায় আক্রান্ত অনুপম খেরের মা

মুম্বই, ১২ জুলাই (হি. স.): করোনায় আক্রান্ত অনুপম খেরের মা দুলারী। রবিবার সকালে টুইট করে এই খবর জানিয়েছেন অনুপম খের স্বয়ং। পাশাপাশি বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা এও জানিয়েছেন যে তার ভাই, বৌদি এবং ভাইজি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে মহারাষ্ট্রের মুম্বইয়ের কোকিলা বেন হাসপাতালে চিকিৎসাধীন অনুপম খেরের মা। জানা গিয়েছে তার মায়ের শরীরে করোনার সামান্য লক্ষণ ধরা পড়েছে।

নিজের অনুরাগীদের আশ্বস্ত করে অনুপম খের জানিয়েছেন যে তিনি নিজেও করোনা পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। উল্লেখ করা যেতে পারে শনিবার রাতে দেশবাসীকে চমকে দিয়ে বলিউডের বাদশা অমিতাভ বচ্চন জানান যে তিনি নিজে ও তাঁর পুত্র অভিষেক বচ্চন করোনা আক্রান্ত। এরপরই শোরগোল পড়ে যায়। অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।