নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ত্রিপুরায় আরো এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তাতে, এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা-য় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে৷
আজ রাতে জিবি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সী করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, ৪ দিন আগে করোনা সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন৷ ভর্তি-র পর থেকেই তার পেট খারাপ ছিল৷ আজ রাতে তার মৃত্যু হয়েছে৷ ওই আধিকারিকের কথায়, মৃতের সংক্রমণের তথ্য এখনো পাওয়া যায়নি৷ তার সংক্রমণের কারণ অনুসন্ধান চলছে৷
ইতিপূর্বে, গত ৯ জুন ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা ছিল৷ করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে৷ এদিকে, করোনা সংক্রমনের আশঙ্কায় এক মহিলা ত্রিপুরায় আত্মহত্যা করেছিলেন৷ মৃত্যুর পর তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷
রাজ্যে আরও ৩২ জনের দেহে মিলল করোনার সন্ধান৷ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে একথা জানান৷ তিনি বলেন, এদিন ১৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ৩২ জনের মধ্যে আট জেলার লোকই রয়েছে৷ তার মধ্যে পশ্চিম জেলায় ১২, সিপাহীজলায় ৫, গোমতী ৫, উত্তর ত্রিপুরা ৪, খোয়াই ২, ঊনকোটি ২ এবং ধলাই ও দক্ষিণ জেলার ১ জন করে৷

