অভিনেত্রী রেখার বাসভবন সিলড করে দেওয়া হলো

মুম্বই, ১২ জুলাই (হি. স.):  বর্ষীয়ান বলিউড অভিনেত্রী রেখার বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণ। এর জেরে রেখার মুম্বইয়ের বান্দ্রার সি স্প্রিং নামে বাংলোকে সিলড করে দিল স্থানীয় পৌরসভা।পাশাপাশি বাংলোটিকে কন্টামিনেশন জোন হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে লেখা হয়েছে পৌরসভার তরফ থেকে।বর্তমানে ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তার সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে শনিবার রাত থেকে গোটা ভারত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। এই খবর পাওয়ার পরই চাঞ্চল্যতা বেড়ে চলে। এদিন সকালে জানা যায় যে অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ, ভাইজি করোনা আক্রান্ত হয়েছে। প্রসঙ্গত সামাজিক মাধ্যমে বচ্চন পরিবারে করোনা হানা এবং রেখার বাসভবন সিল করে দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।