বণিক্য চৌমুহনীতে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে স্ত্রী৷ নিহতের নাম শিউলি রায় মজুমদার ওরফে মামন৷ অভিযুক্ত স্বামীর নাম অসিত রায়৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে স্থানীয় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে গিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় বনিক্য চৌমুহনী এলাকার অসিত রায় ও তার স্ত্রী শিউলি রায় মজুমদার এর মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক ঝামেলা চলছিল৷ অভিযুক্ত অসিত রায় প্রায় সময়ই নেশা করে স্ত্রীর উপর নির্যাতন চালাত বলে অভিযোগ৷ বৃহস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টে তাদের মধ্যে ঝামেলা বাধে৷ এরই জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী৷ নিহতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে৷ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের বাপের বাড়ির লোকজনরা৷ বোধজং নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত খুনীকে গ্রেফতারের সংবাদ নেই৷