নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : করোনা মোকাবিলায় দিল্লির সরকারের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, করোনা ঠেকাতে দিল্লি সরকার যেসব ব্যবস্থা নিয়েছে তা দেশের অন্যান্য রাজ্যের সরকারকেও নেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে যে এলাকাগুলিতে আক্রান্তের হার বেশি সেখানে বাড়তি নজর দিতে বললেন তিনি।
দেশে করোনা পরিস্থিতির পর্যালোচনার জন্য শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, ক্যাবিনেট সচিব, নীতি আয়োগের সদস্যরা-সহ ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিনের বৈঠকে, দিল্লি-সহ পুরো জাতীয় রাজধানী অঞ্চলে (উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার কয়েকটি জেলা) করোনার সংক্রমণ রুখতে স্থানীয় প্রশাসন, রাজ্য এবং কেন্দ্রের সম্মিলিত চেষ্টার প্রশংসা করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘দিল্লিতে মহামারী রোখার ক্ষেত্রে কেন্দ্র, রাজ্য (কেন্দ্রশাসিত অঞ্চল) এবং স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পুরো এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল) এলাকায় করোনার সংক্রমণ রুখতে অন্য রাজ্য সরকারগুলিকেও একইরকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।’
সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে করোনা পরিস্থিতি নিয়ে জানার সময় ব্যক্তিগত জনস্বাস্থ্যবিধি, জনসমক্ষে সামাজিক সুরক্ষা বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন । করোনা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারের মাধ্যমে সেই কাজ করতে হবে বলে জানান মোদী। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, করোনার ক্ষেত্রে আত্মতুষ্টির কোনও পরিসর নেই।
উল্লেখ্য, লকডাউন, টানা প্রচার, কনটেনমেন্ট জোনে বিশেষ গুরুত্ব দেওয়া সত্বেও দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৭,১১৪ জন। একদিনে এটি এখনও পর্যন্ত রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮,২০,৯১৬। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২,৮৩,৪০৭ জন। তবে সুস্থ হয়েছেন ৫,১৫,৩৮৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২,১২৩ জনের।
এদিকে মহারাষ্ট্র-সহ দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ গুরুতর আকার ধারন করছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত হয়েছেন ৯৫,৯৩৪ জন, মৃত্যু হয়েছে ৯,৮৯৩ জনের। কর্ণটাকে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১৯,০৩৯ জন, মৃত্যু ৫৪৩ জনের। দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্ত ২১,১৪৬ জন,মৃত্যু হয়েছে ৩৩০০ জনের। গুজরাটে সক্রিয় করোনা আক্রান্ত ৯,৯০০ জন, মৃত্যু হয়েছে ২০২২ জনের।