নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুলাই৷৷ মেলাঘর থানায় করোনার থাবা৷ আজ থেকে কয়েকদিন পূর্বে মেলাঘর থানার এএসআই বীরেন্দ্র দাস ডিউটি চলাকালীন অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ শরীরে প্রচন্ড জ্বর ছিল৷ শরীরে জ্বর থাকায় মেলাঘর থানার ওসি পলোরাম দাস এএসআই বীরেন্দ্র দাসকে ছুটি দিয়ে দেন৷ বাড়িতে গিয়ে তিনি চিকিৎসকা করেন৷ চিকিৎসক তার লালা রস সংগ্রহ করেন৷
বুধবার রাত্রিবেলায় পরীক্ষার নমুনা পজিটিভ অর্থাৎ করোনা পজিটিভ এসেছে৷ একই দিনে বিশ্রামগঞ্জের এএসআই কেশব দত্তেরও পজিটিভ এসেছিলো৷ দশরথ দেব কভিড ১৯ সেন্টারে আছেন৷ থানা সূত্রে খবর মেলাঘর থানার আরও চার জন পুলিশ কর্মী নাকি অসুস্থ৷ এর মধ্যে একজন সাব ইন্সপেক্টরও রয়েছেন৷ তাদের লালারস বৃহস্পতিবার সকালে নেওয়া হয়েছে মেলাঘর হাসপাতালে৷ যার ফলে মেলাঘর থানায় এবং গোটা মেলাঘর বাজারে আতঙ্ক ছড়িয়েছে৷
দাবি উঠছে মেলাঘর থানাকে কন্টোইমেন্ট জোন ঘোষণা করার৷ মেলাঘর থানায় ৩১জন পুলিশ কর্মী রয়েছে৷ এর মধ্যে একজন পজিটিভ, চারজনের সেম্পল টেস্ট করানো হয়েছে৷ আর বাকি ২৬ জনের সেম্পল টেস্ট করানো হবে আগামী ১২ তারিখ, হাসপাতাল সুত্রে খবর৷ থানায় করোনার থাবায় গোটা পুলিশ দপ্তরে আতংক বিরাজ করছে৷ তাছাড়া মেলাঘর থানায় পজিটিভ ধরা পড়ায় তিন চারদিন কোন মামলা, অভিযোগ কিছুই হচ্ছে না বলে থানা সুত্রে খবর৷

