শিলং, ১১ জুলাই (হি.স.) : করোনা মোকাবিলায় শিলং ও সংলগ্ন এলাকায় দুদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। আগামী ১৩ এবং ১৪ জুলাই শিলং ও সংলগ্ন এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে। পাশাপাশি, শিলং শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় ১৫ জুলাই সকাল ৬-টা পর্যন্ত কার্ফিউ বলবৎ থাকবে।
শনিবার সন্ধ্যা ৬:০৬ মিনিটে তাঁর অফিশিয়াল টুইটে মেঘালয়ের মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামী দু-দিন অর্থাৎ ১৩ এবং ১৪ জুলাই শিলং ও সংলগ্ন এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে। শুধু তা-ই নয়, লকডাউনের অন্তর্গত শিলং ও সংলগ্ন এলাকায় ১৫ জুলাই সকাল ৬-টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এদিন সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে তিনি পুনরায় টুইট করে বলেন, ভাইরাসের চারিত্রিক পরিবর্তনের জন্যই লকডাউন কার্যকর করতে হচ্ছে। এই সুযোগে শিলঙে করোনা আক্রান্তের সংস্পর্শে যাঁরা গেছেন তাঁদের খুঁজে বের করা হবে। তাতে করোনা-র সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হবে। তিনি মেঘালয়বাসীর উদ্দেশ্যে আবেদন জানান, লকডাউন কঠোরভাবে পালনে সহায়তা করুন।
প্রসঙ্গত, করোনা-র প্রকোপ মেঘালয়ে হঠাৎ তেজি রূপ নিয়েছে। একদিনে নতুন করে ৭৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। একদিনে সর্বোচ্চ সংক্রমণে আজ রেকর্ড করেছে। তাতে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩১২-য় গিয়ে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৪৫ জন সুস্থ হয়েছেন। ২১৫ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা টুইট বার্তায় করোনা আক্রান্তের এই তথ্য দিয়েছেন।
মেঘালয়ে করোনা আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ এপ্রিল ডা. জন এল সাইলো করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর পর গত ২ জুলাই ৮ মাসের এক বাচ্চার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে ওই শিশুকে নেইগ্রিমস-এ চিকিৎসার জন্য এনে ভরতি করা হয়েছিল। কিন্তু করোনা-র প্রকোপে তার মৃত্যু হয়েছে।