BRAKING NEWS

করোনাভাইরাসে আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

ব্রাসোলিয়া, ১০ জুলাই (হি. স.): ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর পরে আরও এক রাষ্ট্রপ্রধানের শরীরে থাবা বসাল করোনাভাইরাস। বলিভিয়ার  অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজ  নিজেই টুইটারে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে, আমি ভাল আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাবো।’ লাতিন আমেরিকার অন্যতম দেশ বলিভিয়ায় এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১৩ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৪ জন আর দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ হাজার ১২১ জন। সম্প্রতি দেশের চার মন্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মধ্যে অন্যতম হলেন স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। সতীর্থ চার মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরেই নিজের করোনার নমুনা পরীক্ষা করান বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ। বৃহস্পতিবারই সেই নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

দেশে সাধারণ নির্বাচন হতে আর দুই মাসও বাকি নেই। তার মধ্যেই দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়া বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। করোনা আবহের মধ্যে সেপ্টেম্বরে দেশে ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন জিনাইন আনেজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *