নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এডিসি সদর খুমুলুঙে ২৪ ঘণ্টার বনধ পালন করছে আইপিএফটি৷ বনধের ফলে খুমুলুঙে সমস্ত অফিস, দোকান-পাট, বাজার বন্ধ রয়েছে৷ যাতায়াত ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটেছে৷ পরিস্থিতি যাতে কোনওভাবেই উত্তপ্ত হয়ে না ওঠে, তার জন্য বিশাল পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এ-বিষয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, অস্তিত্ব রক্ষার প্রশ্ণে আমাদের আন্দোলনে নামতে হয়েছে৷ কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়৷ তাঁর দাবি, কেউ আমাদের শত্রু নন৷ কিন্তু বামেদের মতোই বিজেপি-ও আঞ্চলিক দলের অস্তিত্ব মুছে দিতে চাইছে৷ শরিক দল সম্পর্কে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷
তাঁর কথায়, মতানৈক্য দেখা দিয়েছে, বিজেপি আমাদের সরকার ছেড়ে দিতে বলতে পারে৷ কিন্তু আইপিএফটি-কে ছাড়া ত্রিপুরায় সরকার পরিচালনা সম্ভব হবে, বিজেপি-র সেই উপলব্ধি হয়েছে৷ তবুও আমাদের দাবিয়ে রাখতে চাইছে তারা, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷
বৃষকেতু দেববর্মার বক্তব্য, দাবিয়ে রাখার জন্য দলীয় সমর্থককে গ্রেফতার করে আইপিএফটি-কে ভয় দেখানো যাবে না৷ আমরা আন্দোলন আরও তেজি করব, হুঙ্কার দিয়ে বলেন তিনি৷ তাঁর সাফ কথা, আইপিএফটি শ্রমিক সংগঠনের নেতা প্রদীপ দেববর্মাকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হলে আগামী দিনে সমগ্র এডিসি এলাকায় বনধ পালন করা হবে৷

