বিশ্রামগঞ্জে পুকুরের জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুলাই৷৷ পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়কুবাড়ি এলাকায়৷ মৃত ব্যক্তির নাম শ্রীদাম দেববর্মা বয়স (৫৬)৷ পিতার নাম মৃত শ্যামসুন্দর দেববর্মা৷ পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলা থেকে নিখোঁজ ছিলেন শ্রীধাম দেববর্মা৷ অনেক খোঁজাখুঁজি করার পরও শ্রীদাম কে না পেয়ে পরিবারের লোকজন বিশ্রামগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন৷ বুধবার সকাল ১১ ঘটিকায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে সুব্রত দাস এর একটি পুকুরে ভেসে ওঠে শ্রীধাম দেববর্মার মৃতদেহ৷

খবর দেন এলাকাবাসী বিশ্রামগঞ্জ থানায় এবং বিশ্রামগঞ্জ স্টেশনে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন থেকে লোক এসে শ্রীধাম দেববর্মার দেহ বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ময়না তদন্তের পর শ্রীধাম দেববর্মার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এলাকাবাসী সূত্রে জানা যায় শ্রীধাম দেববর্মা কোন কাজকর্ম করতেন না সারাদিন মদ মত্ত থাকতেন বলে জানা গেছে৷ মঙ্গলবারও হয়তো মদ বেশি খেয়ে ফেলেছেন তাই বাড়িতে আর যেতে পারেননি বাড়ি থেকে ২০০ মিটার দূরে পুকুরের মধ্যে পড়ে গিয়ে হয়তোবা আর পুকুর থেকে উঠতে পারেননি৷ বুধবার সকাল বেলায় পুকুরের জলে ভেসে ওঠে শ্রীধাম দেববর্মার মৃতদেহ৷ শ্রীধাম দেববর্মার মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *