নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই৷৷ মন্দির নগরী উদয়পুরে রবিবার সকালে দুর্ঘটনায় মৃত্যু এক টি এস আর জওয়ানের৷ ঘটনা বাগমা ফাঁড়ির সামনে নাকাতে৷ মৃত টি এস আর- জওয়ানের নাম জয়দেব দাস, বয়স ৪০৷ গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷
ঘটনার বিবরণে জানা যায় রবিবার লকডাউন এর দিন কর্মসূত্রে নিজ বাড়ি উদয়পুর গোকুলপুর থেকে আগরতলা যাওয়ার সময় টি এস আর তৃতীয় বাহিনীর জওয়ান বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ এদিন টট্ট ০৩৯ ৬৭৮ নাম্বারের বাইকে করে যাওয়ার সময় বাগমা ফাঁড়ির সামনে নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে৷ ছিটকে পড়ে টিএসআর জয়দেব দাস৷ তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷
এ বিষয়ে জানান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ টিএসআর জওয়ান জয়দেব দাস এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে৷ মৃত টি এস আর জোয়ানের এক ছেলে রত্নদ্বীপ দাস উদয়পুর ইংলিশ মিডিয়াম সুকলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে৷

