জেনেভা, ৫ জুলাই (হি. স.): মৃত্যুর হার কমাতে ব্যর্থ ! হাইড্রক্সিক্লোরোকুইন এবং এইডস-এর ওষুধ লোপিনাভির বা রাইটোনাভির-এর যৌথ পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ।
এক বিবৃতিতে হু জানিয়েছে, ‘অন্তর্বর্তী পরীক্ষায় দেখা গিয়েছে, হাসপাতালে ভরতি থাকা করোনা রোগীদের মৃত্যুহার ঠেকাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির বা রাইটোনাভির-এর যোথ প্রয়োগ। ট্রায়াল পর্যবেক্ষকরা অবিলম্বে এই পরীক্ষা বন্ধ করতে পদক্ষেপ করবেন।’
তবে হু জানিয়েছে, ট্রায়ালের আন্তর্জাতিক স্টিয়ারি কমিটির সুপারিশে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ওই ওষুধগুলি নিয়ে অন্যান্য পরীক্ষা তাতে ব্যাহত হবে না।
উল্লেখ্য, হু পরিচালিত অন্য এক ট্রায়ালে করোনা সংক্রমণের চিকিৎসায় আমেরিকার জিলিড সংস্থার তৈরি ওষুধ রেমডেসিভার প্রয়োগের প্রভাব পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালে বরতি করোনা রোগীদের আরোগ্যলাভ ত্বরান্বিত করার বিষয়ে তার সদর্থক ভূমিকা প্রমাণিত হওয়ায় রেমডেসিভার-কে শর্ত সাপেক্ষে গত শুক্রবার অনুমোদন দেওয়া হয়েছে।