নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক শিশু কন্যা৷ আহত শিশু কন্যার নাম টিনা আক্তার৷ বয়স ৭ বছর৷ শিশুকন্যাটি দোকান থেকে টিফিন ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল৷ তখনই দ্রুতগামী একটি বাইক এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে শিশু কন্যাটি গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজন আহত শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ আহত শিশুকন্যাটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে বিশালগড় হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাইক চালকের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
2020-07-05