পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার আমবাসা পুর পরিষদের ১২ নং ওয়ার্ডের তৃষ্ণার্থ জনগণ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ পুর পরিষদের ১২ নং ওয়ার্ডে গোবিন্দ টিলা এলাকায় এই অবরোধ করা হয়৷



অবরোধকারীরা ক্ষোভে সঙ্গে জানান, বিগত পক্ষকাল ধরে ঐ এলাকায় পানীয় জল নেই৷ পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে৷ এলাকা মার্কট্রু টিউব ওয়েল ছিল৷ সেটিও অকেজো৷ ফলে পানীয় জলের কোনো সংস্কার নেই৷ তাতে অসহায় হয়ে পড়েছেন পুর পরিষদের ১২ নং ওয়ার্ডের গোবিন্দ টিলা এলাকার বাসিন্দারা৷ ঐ এলাকায়  ৪৫টি পরিবারের বসবাস৷ পানীয় জলের অভাবে তাদের দুর্ভোগ চরমে উঠেছে৷ বিষয়টি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে আনা হলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ পানীয় জলের বিকল উৎস সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন সেই কারণেই টানা পনের দিন ধরে বিস্তীর্ণ এলাকা জলশূন্য৷ সেই কারণে বাধ্য হয়েই এলাকার জনগণ আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ অবরোধ কারীদের সঙ্গে  আলোচনায় মিলিত হন তারা৷ দ্রুত ঐ এলাকায় পানীয় জলের ব্যবস্থা  করা হবে বলে প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ প্রতিশ্রুতির ভিত্তিতেই অবশেষে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়৷ প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *