নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদবিহীন চিকিৎসা প্রদানের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছ থেকে এ ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। খরচ মেটানোর ক্ষমতা নির্বিশেষে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের প্রকল্প বলে কেন্দ্রীয় সরকার দাবি করেছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রক গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মোটর ভেহিকলস্ আইন ২০১৯-এর অধীনে নগদবিহীন চিকিৎসার প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পে দুর্ঘটনার পরই দুর্ঘটনাগ্রস্তের গুরুত্বপূর্ণ কয়েক ঘণ্টার মধ্যে পরিচর্যার সংস্থান রাখা হয়েছে।
মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানসচিব এবং পরিবহণ সচিবদের চিঠি দিয়ে চলতি মাসের ১০ তারিখের মধ্যে এই প্রকল্পের বিষয়ে তাঁদের মতামত জানাতে বলা হয়েছে। এই প্রকল্পে গাড়ি দুর্ঘটনা তহবিল গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।
পিএমজেএওয়াই প্রকল্পের নোডাল সংস্থা হবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দেশজুড়ে ২১ হাজারেরও বেশি হাসপাতালকে এই প্রকল্প রূপায়ণে যুক্ত করা হবে। এই প্রকল্পে দেশের সড়ক ব্যবহারকারী প্রত্যেককে বিমার আওতায় আনা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে, প্রকল্পের অধীনে যে তহবিল গঠন করা হবে তা দুর্ঘটনাগ্রস্ত মানুষদের চিকিৎসা খাতে ব্যয় হবে। এছাড়া তহবিলের অর্থ দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ এবং নিহতদের নিকট-আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যয় করা হবে। দুর্ঘটনাগ্রস্তদের ব্যক্তিগতভাবে চিকিৎসার খরচ মেটানোর ক্ষমতা থাক বা না-থাক, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে তা প্রতিবন্ধক হবে না বলে প্রকল্পে উল্লেখ করা হয়েছে।

