ভোপাল, ২ জুলাই (হি.স.): মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোট ২৮ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ২০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন এদিন। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ২৮ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। কোভিড-১৯ প্রোটোকল মেনেই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। মোট ২৮ জন এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন-গোপাল ভার্গব, যশোধরা রাজে সিন্ধিয়া, ইমার্তি দেবী, প্রভুরাম, প্রধুমান সিং তোমার প্রমুখ।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ছাড়াও রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে মোট ২৮ জনের নাম পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই ২৮ জনের মধ্যে ২০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন এদিন।

