নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তার থেকেও দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ১ জুলাই, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৯০,৫৬,১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ১ জুলাই পর্যন্ত ৯০,৫৬,১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ১ জুলাই ২,২৯,৫৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই হাতের বাইরে চলে যাচ্ছে। ভয়াবহ হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯,১৪৮ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭,৮৩৪ জন এবং সংক্রমিত ৬,০৪,৬৪১ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩,৫৯,৮৬০ জন।

