মুম্বই, ১ জুলাই (হি. স.): ধানবাদ। ঝাড়খণ্ডের এই শহরটার কথা মাথায় এলেই বেআইনি লেনদেন, খুনখারাপি, কালোবাজারি, কয়লা খাদানে হিংসা হানাহানির কথা মাথায় আসে। এই সংক্রান্ত খবর সংবাদপত্রের শিরোনামে যায়। এর মধ্যেই সমস্ত প্রতিকূলতাকে পেছনে ঠেলে মুম্বইয়ের ফিল্ম নগরীতে নিজের জমি পরিচালক হিসেবে শক্ত করেছে এখানকার ভূমিপুত্র জিতেন্দ্র সিংহ তোমর। ২০১৩ সালে টেলিভিশন শো আদালতে সহ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জিতেন্দ্রর। পরিচালক হিসেবে নিজের স্থান শক্ত করার পর বলিউডে মিউজিক অ্যালবাম ভিডিও বানানোর কর্মকাণ্ড হাতে নিয়েছেন ঝাড়খণ্ডের এই তরুণ তুর্কি।সেই লক্ষ্যে চলতি বছরের জুনে জে এস টি নামে একটি প্রোডাকশন হাউজ খোলেন। তৈরি করেন নিজের প্রথম মিউজিক অ্যালবাম ভিডিও। ভিডিওটির নাম সুর ময়ী নয়ন তেরি।এটি প্রকাশিত হওয়ার পরই জনপ্রিয় হয়ে ওঠে। জিতেন্দ্র সিং তোমরের মুকুটে একাধিক পালক রয়েছে। দেব কা দেব মহাদেব পরিচালনা করার পাশাপাশি ভারতের টেলিভিশান ইতিহাসের জনপ্রিয়তম সিরিয়াল তারাক মেতাকা উলটা চশমার এপিসোড ডিরেক্টরের দায়িত্বভার সামলেছিলেন। সাফল্য মিলেছে পোরাসেও। ২০১৭ সালে তার স্বল্পদৈর্ঘ্যের ছবি কৌন তুবিক নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল। জি মিউজিক, টিপস, সিমারও সঙ্গে তোমরের এই মিউজিক অ্যালবাম জনপ্রিয় হয়ে উঠেছিল। জিতেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ঝাড়খন্ড ধানবাদ এর প্রেক্ষাপটে তিনি ছবি বানাতে চান। এই নিয়ে তার পরিকল্পনা রয়েছে। ছবির শুটিং হবে রাচি, পত্রাতোর মতন জায়গায়।ঝাড়খণ্ডের অভিনেতা-অভিনেত্রীদের অনেক সম্ভাবনা রয়েছে আগামী দিনে বলে মনে করেন তিনি। হিন্দি ছবির শুটিং যদি ঝাড়খন্ডে হয় তবে আগামী দিনে রাজ্যের পর্যটন শিল্পের প্রসার এবং প্রচার বৃদ্ধি পাবে। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত রাজ্য প্রশাসনের।
2020-07-01

