নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): চিনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ নিয়ে চলেছে কংগ্রেস। চিনা কোম্পানিগুলির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেশবাসীর মনে তৈরি হয়েছে। একই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্র মেড ইন ইন্ডিয়ার কথা বলে চিন থেকে সবথেকে বেশি আমদানি করে থাকে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।
মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, মেড ইন ইন্ডিয়া নাম করে বড় বড় কথা বলে কেন্দ্র কিন্তু সব থেকে বেশি আমদানি করা হয় চিনের কাছ থেকে। ফলে সমস্ত রকমের চেষ্টা করা সত্ত্বেও ভারত থেকে বেশি মুনাফা করে চলেছে চিন। নিজে টুইট বার্তার সাথে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পোস্ট করেছেন ওয়ানাডের এই সংসদ। সেখানে দাবি করা হয়েছে ইউপিএ জমানায় চিনের কাছ থেকে যেখানে ১৪ শতাংশ পণ্য আমদানি করা হতো বর্তমানে মোদী সরকারের জমানায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশ।
উল্লেখ করা যেতে পারে, পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের জেরে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরই চিনা পণ্য বয়কট করার ডাক ওঠে গোটা দেশে। কেন্দ্রীয় শাসক দলের বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই বিষয়ে আন্দোলন সংগঠিত করা হয়। সোমবার টিকটক সহ একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।