পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রাজ্যে আন্দোলনমুখী কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ত্রিপুরার আটটি জেলায় বিক্ষোভ প্রদর্শন করছে প্রদেশ৷ পাশাপাশি আজ জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ই-মেলে আবেদন জানাবে প্রদেশ কংগ্রেস৷ শুধু তা-ই নয়, ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ব্লক স্তরে আন্দোলন আরও তীব্র করা হবে, জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস৷



বিশ্বাস  জানান, আজ প্রদেশ কংগ্রেস পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আটটি জেলায় প্রতিবাদে শামিল হয়েছি৷ তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২৪৮ শতাংশ কমেছে৷ অথচ আমাদের দেশে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে৷ পীযূষ বিশ্বাসের কথায়, গত ২৩ দিনে ২২ বার বেড়েছে দাম৷ তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে৷ তাঁর বক্তব্য, করোনা-র প্রকোপে লকডাউনে মানুষের অবস্থা খুবই শোচনীয়৷ এরই মধ্যে প্রতিদিন জ্বালানির মূল্যবৃদ্ধি গোদের উপর বিষ ফেঁড়া হয়ে দাঁড়িয়েছে, কটাক্ষের সুরে বলেন তিনি৷



প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বাধ্য হয়ে আজ আমরা পথে নেমেছি৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন জারি থাকবে৷ তাঁর কথায়, সমস্ত জেলা কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ই-মেল পাঠানো হবে৷ তাছাড়া, ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সারা ত্রিপুরায় ব্লক স্তর পর্যন্ত আন্দোলনে মাঠে নামবেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মীগণ৷