BRAKING NEWS

নভেম্বর পর্যন্ত গরিবদের বিনামূল্যে খাদ্য দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): করোনা-সঙ্কটের মধ্যেই দেশের দরিদ্র মানুষদের স্বস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর মাস পর্যন্ত। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিকেল চারটে নাগাদ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আনলক দ্বিতীয়তে প্রবেশ করতে চলেছি আমরা, এই সময় সর্দি-কাশি বেড়ে যায়। আপনাদের প্রতি আমার আর্জি, এই সময় সাবধানে থাকুন। প্রধানমন্ত্রী জানান,  করোনা নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু আনলক-১ শুরু হতেই সাবধানতা কমে গিয়েছে। দেশের নাগরিকদের এখনও সতর্ক থাকতে হবে। বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলিতে নজর দিতে হবে। যে সব মানুষ নিয়ম পালন করছেন না, তাঁদের থামাতে হবে এবং বোঝাতে হবে। আপনারা খবরে দেখে থাকবেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জরিমানা হয়েছে, কারণ তিনি মাস্ক ছাড়া জনসমক্ষে বেরিয়েছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, লকডাউনের সময় দেশের কোনও মানুষের ঘরে উনুন জ্বলেনি এমন হয়নি। সরকার থেকে সাধারণ মানুষ সবাই সাহায্য করেছেন। এই তিন মাসে গরিবদের মাথাপিছু ৫ কেজি চাল অথবা ডাল এবং এক কেজি ডাল দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এই বর্ষার সময়ে কৃষিক্ষেত্রে অনেক বেশি কাজকর্ম হয়। জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুম শুরু হয়। এর পর অনেক উৎসব আসছে পরপর।  উৎসবের এই সময় প্রয়োজনও বাড়ে, খরচও বাড়ে। এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দিওয়ালি ও ছট পুজো পর্যন্ত করে দেওয়া হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। গরিব পরিবারের সদস্যদের মাথাপিছু ৫ কেজি চাল/গম এবং ১ কেজি ডাল দেওয়া হবে নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *