BRAKING NEWS

ডিজিটাল বিভাজন দূর করা প্রয়োজন, বার্তা উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.):  প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সর্বাঙ্গিক বিকাশের জন্য ডিজিটাল বিভাজনকে সমাপ্ত করার ডাক দিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার শীর্ষক আলোচনাতে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, প্রযুক্তির সম্ভাবনার দ্বার খোলার পাশাপাশি যে ডিজিটাল বিভাজন সমাজে যে রয়েছে তাও প্রকাশ্যে চলে এসেছে ।

এই ডিজিটাল বিভাজন রোধ করতে হবে। দেশের বহু পড়ুয়াদের হাতেই ডিজিটাল উপকরণ নেই । সেই কারণে তারা অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়ছে এই বিভাজন দূর করা অবিলম্বে প্রয়োজন। লকডাউন এর কারণে বহু পড়ুয়াদের অবস্থা খারাপ হয়েছে। কারণ তাদের কাছে কোন ডিজিটাল মাধ্যম ছিল না অনলাইনে ক্লাস করার জন্য। পারম্পরিক শিক্ষা ব্যবস্থা থেকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হবার ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা প্রয়োজন।

অনলাইনে শিক্ষা গ্রহণের জন্য তাদের বিধিবদ্ধ প্রশিক্ষিত করা প্রয়োজন। বর্তমান সময়ে ভারতের বহু অভিভাবকই ডিজিটাল মাধ্যমে লেখাপড়ার খরচ বহন করতে সক্ষম নয়। সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই বিভাজন সমাপ্ত করা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *