BRAKING NEWS

ভারতের হাতে এল জিপিএস লাগানো গোলা, ঘুম ছুটেছে লালফৌজের

নয়াদিল্লি, ২৯ জুন (হি. স.):  পূর্ব লাদাখে চিনকে জোর টক্কর দিতে চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্টিলারি ডিভিশনের কামানের জন্য জিপিএস লাগানো এক্সক্যালিবার কিনেছে ভারত।  ৫০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম এই গোলা।

ইতিমধ্যেই পূর্ব লাদাখে বোফোর্স কামান মোতায়েন করা হয়েছে। কার্গিলের যুদ্ধে পরীক্ষিত এই কামানোর জন্যই এই গোলাগুলো কিনেছে ভারত। সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এই ধ্বংসাত্মক মারণাস্ত্র। ৫০ কিলোমিটারের মধ্যে থাকা চিনের যেকোনো সেনা ছাউনি নিমেষে গুঁড়িয়ে দিতে পারবে ভারত।ফলে ঘুম ছুটেছে লালফৌজের।

ইতিমধ্যেই পূর্ব লাদাখে বিপুল সমরসজ্জা মোতায়েন করেছে ভারত। সুখোই এম কে আই ৩০, মিরাজ ২০০০, জাগুয়ার, মিগ ২৯ যুদ্ধবিমানের পাশাপাশি স্বদেশী প্রযুক্তিতে নির্মিত আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমও চিনের দিকে তাক করে বসানো হয়েছে। পূর্ব লাদাকে থাকা পদাতিক সেনার জন্য কমব্যাট শ্রেণীর অ্যাপাচি হেলিকপ্টার হিমালয়ের আকাশে চক্কর কাটছে।সেনা মোতায়েন করার জন্য ব্যবহার করা হয়েছে চিনুক হেলিকপ্টারের।

সূত্রের দাবি প্রায় ৪৫ হাজার সেনা ভারত মোতায়েন করেছে পূর্ব লাদাখে। বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ও ভারত এক্সক্যালিবার গোলা কিনেছিল। সেনাবাহিনীর জরুরী আর্থিক ফান্ডের অর্থ থেকে এই গোলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয়েছিল। এবারও চিনের কোমর ভাঙ্গার জন্য তা কেনা হয়েছে। ২১ জুন কেন্দ্র সরকারের তরফ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার ক্ষেত্রে যাবতীয় বাধা তিন বাহিনীর জন্য তুলে দেওয়া হয়। কিন্তু এর আগেই অর্থাৎ ১৯ জুন এই গোলার বরাত মার্কিন কোম্পানি হাউইজারকে দেওয়া হয়েছিল।রবিবার রাতে তা ভারতের হাতে চলে আসে।নির্দিষ্ট লক্ষ্য বস্তুর ওপর অব্যর্থ আঘাত হানতে সক্ষম এই গোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *