BRAKING NEWS

নাবালিকার আত্মহত্যার চেষ্টা তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷  তেলিয়ামুড়া থানাধীন গর্জন মুড়া এলাকায়  এক নাবালিকা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, মা-বাবার গালমন্দ সহ্য করতে না পেরেই নাবালিকাটি বিষ পানে আত্মহত্যা করে৷ ঘটনাকে কেন্দ্র করে গর্জনমুড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

প্রসঙ্গত, রাজ্যে সাম্প্রতিক কালে আত্মহত্যার প্রবণতা অতিমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে৷ এক্ষেত্রে অধিকাংশই হচ্ছে প্রণয় সংক্রান্ত বিষয়৷ এক্ষেত্রে অভিভাবকদের আরও বেশী সংবেদনশীল হওয়া প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *