নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.): প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া থেকে শুরু করে কঠিন সময় দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন পিভি নরসিমা রাও বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবাসরীয় সকালে মন কি বাতের ৬৬ তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ। দেশকে কঠিন সময় নেতৃত্ব দিয়েছিলেন।ভারতীয় মূল্যবোধ এবং পাশ্চাত্যের সাহিত্য ও বিজ্ঞানে শিক্ষিত পি ভি নরসিমা রাও এক অসাধারণ ব্যক্তিত্ব। একাধিক বিদেশি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষার উপর তার দখল ছিল। নিজামের হাত থেকে হায়দ্রাবাদের স্বাধীনতা সংগ্রামের জন্য কিশোর বয়সেই ঝাঁপিয়ে ছিলেন তিনি। সেই সময় নিজাম হায়দ্রাবাদে বন্দেমাতরম গান গাওয়া বন্ধ করে দিয়েছিল। কিশোর নরসিমহা প্রতিবাদ করার বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। দেশবাসীর উচিত ভারতের নবম প্রধানমন্ত্রী সম্পর্কে আরো বেশি করে জানা ও বোঝা।
উল্লেখ করা যেতে পারে নয়ের দশকের প্রথম ভাগে এক কঠিন পরিস্থিতির সময় ভারতের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন পিভি নারসিমহা রাও। তার আমলেই ভারত উদারীকরণের পথে হাঁটে।