নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী শনিবার রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে তথ্য সংসৃকতিক দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের সূচনাতেই মুখ্যমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্যের ইতিহাসে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় অমরত্ব লাভ করেছেন৷ দেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ‘বন্দেমাতরম’ রচনা করেছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়৷ তিনি প্রতিটি ভারতবাসীর মনে চিরকাল অমর হয়ে থাকবেন৷ তার লেখা বন্দেমাতরম মন্ত্র দেশের স্বাধীনতা আন্দোলনে নতুন জোয়ার এনে দিয়েছিল৷ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে শুধুমাত্র কবি সাহিত্যিক হিসাবেই দেখতে চলবে না, তিনি ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরুষ৷ তিনি যে, সাহিত্য রচনা করেছেন তা চিরকাল ভারতবাসীর হৃদয় জয় করবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷
2020-06-28