BRAKING NEWS

পূর্ব লাদাখে মোতায়ন এয়ার ডিফেন্স সিস্টেম

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.):  আকাশ পথে চিনের যেকোনো হামলা রুখে দিতে পূর্ব লাদাকের সীমান্তবর্তী এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে।ডিআরডিও দ্বারা নির্মিত এই এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের যে কোনও যুদ্ধবিমানকে ৩০ কিলোমিটারের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও দ্বারা নির্মিত এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভূমি থেকে আকাশে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ৩০ কিলোমিটারের মধ্যে ১৮ হাজার ফুট উচ্চতায় থাকা যেকোনো যুদ্ধবিমানকে এই প্রযুক্তি থেকে নির্গত ক্ষেপণাস্ত্র ঘুরিয়ে দিতে সক্ষম। এমনকি বালাস্টিক এবং ক্রুস শ্রেণির ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করতে পারে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনা এটি ব্যবহার করে।আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমে চারটি লঞ্চের রয়েছে। প্রতিটিতে তিনটে ক্ষেপণাস্ত্র ধরে। ৬৪ টার্গেট চিহ্নিত করে ১২ টির ওপর আঘাত হানতে সক্ষম এটি।
ইতিমধ্যেই লাদাখ বিমানঘাঁটিতে মিরাজ ২০০০, সুখোই ৩০ এস এমকেআই, জাগুয়ারের মতন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।সেনা জওয়ানদের পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক হেলিকপ্টার।এছাড়াও এমআই ১৭, ভি ৫ মিডিয়াম লিফট হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।যেখানে ভারতীয় সেনাবাহিনীর টহল দিচ্ছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য আকাশপথে চক্কর কাটছে ঘাতক অ্যাপাচি হেলিকপ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *