নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ জুন৷৷ জলে ডুবে দশ বছরের এক শিশুর মৃত্যু৷ তার নাম মন্তোষ ত্রিপুরা৷ বাড়ি গন্ডাছড়া দুর্গাপুর এলাকায়৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল চারটায়৷ এই সময় দিদির সাথে গ্রামের এক পুকুরে সে স্নান করতে যায়৷ হঠাৎ দিদির চোখ এড়িয়ে সে জলে ডুবে যায়৷
পরে আশপাশ এলাকার মানুষ সহ বাড়ির লোকজনরা ছুটে এসে শিশুটিকে জল থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে৷ উল্লেখ্য শিশুটির বাবা কর্মসূত্রে মিজোরাম থাকে৷ চার বছর আগে তার মা তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে যায়৷ শিশুটি তার ঠাকুরমার সাথে থাকত৷ তার অকাল মৃত্যুতে তার ঠাকুরমা ভেঙ্গে পড়ে৷ পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷