BRAKING NEWS

বিকল্প ফসলের সিদ্ধান্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে, সারা ভারত কৃষকসভার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ করোনার এর ফলে রাজ্যে কৃষকরা বিপন্ন৷ আগের ফসল তুলতে পারছে না কৃষকরা৷ আগামী দিনে রাজ্যে প্রধান ফসল ধান উৎপাদনের প্রস্তুতি নেই৷ উপরন্তু কৃষিজাত ও উপকরণ নিয়ে চলছে দুর্নীতি৷ এরূপ একটি সংকটাপন্ন পরিস্থিতিতে রাজ্যে কৃষকরা দিনযাপন করছে৷
আর এরূপ অবস্থা নিয়ে তীব্র প্রতিবাদ করার পরও লাভের লাভ কিছুই হচ্ছে না৷ যার দরুন গত বুধবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি পবিত্র কর, সম্পাদক নারায়ণ কর, মতিলাল সরকার, জিতেন্দ্র দেববর্মা সহ একটি প্রতিনিধি দল রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা সাথে সাক্ষাৎ করে কৃষকদের দুরবস্থা জন্য বিভিন্ন বিষয়ে অবগত করেন করেন৷


এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো কৃষকদের জমি বিক্রি হচ্ছে না৷ এর প্রধান কারণ হলো জোট সরকার আমলে জমি রেজিস্ট্রেশন ফি মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ এমনকি লকডাউনের পর এখনো পুরোপুরি ভাবে রেজিস্ট্রেশন চালু হয়নি৷ সদর মহকুমার অফিসের দৈনিক দশটি জমির দলিল হচ্ছে৷ পাশাপাশি নামজারি করতে বর্তমানে ১০৩০ টাকা লাগছে, প্রথমে ১০০০ টাকা জমা দিতে হয়৷ জমি নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা৷ তাই সরকার যাতে পূর্বে প্রক্রিয়ায় ফিরে যায় তার জন্য দাবি জানানো হয়েছে এদিন৷ বৃহস্পতিবার মেলারমাঠস্থিত সিপিএম কার্যালয়ে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর৷ তিনি আরো বলেন গত ২০ জুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী প্রধানমন্ত্রী পঞ্চাশ হাজার কোটি টাকা যোজনা পরিযায়ী শ্রমিকদের স্বার্থে অর্থ বরাদ্দ করার ঘোষণা দেন৷

আর এই খাতে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ করা হয়নি৷ এমনকি লকডাউন শেষ হয়ে যাওয়ার পরও সীমান্তবর্তী এলাকার কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছে৷ কারণ কৃষকরা জমি থেকে পাকা ফসল তুলতে পারছেন৷ এ ধরনের অভিযোগ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজনগর থেকে উঠে এসেছে৷ কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না৷ সম্প্রীতি লক্ষ্য করা যায় রাজ্যে কৃষিমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যে জমিগুলোতে ধানের বিকল্প ফসল উৎপাদন করার৷ কিন্তু তিনি অবগত নন যে রাজ্যের জমিতে শুধু একমাত্র ধান উৎপাদন হতে পারে৷ কৃষকরা ধান উৎপাদন করে লাভ করছে৷ কিন্তু সরকারের এ ধরনের বিকল্প ফসল উৎপাদনের সিদ্ধান্তে আগামী দিনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি এদিন আশঙ্কা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *