নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): করোনায় আক্রান্ত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনুসিংভি। করোনায় আক্রান্ত হয়েছে তাঁর স্ত্রীও । কোয়ারেন্টাইনে গোটা পরিবার ।
কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁয়ের পর এবার করোনায় আক্রান্ত হলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনুসিংভি ও তাঁর স্ত্রী । হালকা জ্বর এবং সর্দিকাশি থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত তেমন কোনও বড় উপসর্গ দেখা দেয়নি তাঁদের। সাংসদের ছেলে এবং পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। যতক্ষণ না পরীক্ষার রিপোর্ট আসছে ততক্ষণ তাঁরা কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানানো হয়েছে।