নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.) : পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দু’দিন ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি দেখার পরে বৃহস্পতিবার বিকেলে সেনা প্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে দিল্লি ফিরে এসেছেন। চিনের আগ্রাসন রোখার জন্য রণনীতি তৈরি করে ফিরেছেন। গালওয়ান উপত্যকার বিতর্কিত অঞ্চল থেকে চীনকে পিছু হটেছে। তবে প্যানগং হ্রদ এখনও উত্তেজনার মধ্যে রয়েছে।
সেনাবাহিনী প্রধান বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রক, সিডিএস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। বুধবার সেনাপ্রধান নরওয়ান পূর্ব লাদাখের ফরোয়ার্ড পোস্টগুলো পরিদর্শন করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করেছিলেন। তিনি চীনের সাথে দুটি করা ১৪ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহের সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ করা যেতে পারে ১৫ জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সঙ্গে হাতাহাতি হয়।ওইদিন রাতে নিহত হন ২০ জন ভারতীয় জওয়ান। পাশাপাশি চিনেরও সেনা মারা গিয়েছে।