নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ চন্দ্রপুর আইএসবিটিতে ইন্টার স্টেট বাস টার্মিনালের পরিচালন প্রক্রিয়ার শুভ উদ্বোধন হল বুধবার৷ এদিন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন বিগত বাম সরকারের াামলে মোটর স্ট্যান্ড গুলি পরিচালনার সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না৷
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোটর স্ট্যান্ডগুলির কোনো হিসেব নিকেশ পায়নি৷ বর্তমান সরকার মোটর স্ট্যান্ড পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছে৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমকে মোটরস্ট্যান্ডগুলি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে৷ মোটর স্ট্যান্ডগুলি যাতে যাত্রীদের স্বার্থ সুরক্ষায় ব্যবহৃত হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে৷
মোটর শ্রমিকদের উদ্দেশ্যে পরিবহণ মন্ত্রী বলেন, যাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে৷ স্বচ্ছতা বজায় রেখে পরিবহন ব্যবস্থা পরিচালনা করতে হবে৷ বর্তমান সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সবকটি ক্ষেত্রেই কাজ করতে চাই৷ সরকারের স্বচ্ছ ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ চন্দ্রপুর আইএসবিটিতে ইন্টার স্টেট বাস টার্মিনালের পরিচালন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷