প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি, ২৫ জুন বর্ষা আগমণের সম্ভাবনা : আইএমডি

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): অপেক্ষা প্রায় শেষ, ২৫ জুন বর্ষার আগমণ হতে চলেছে রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে। বুধবার এই সুখবর দিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতর (দিল্লি)-এর ডেপুটি ডিরেক্টর আনন্দ শর্মা। এদিন তিনি জানিয়েছেন, ‘আমরা ঠিক আগে যেমনটা বলেছি, ২৫ জুন দিল্লি-এনসিআর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আর তাই বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবেই বৃষ্টি শুরু হবে দিল্লি-এনসিআর অঞ্চলে এবং ২৫ জুনই বর্ষা আগমণের ঘোষণা করা হবে।’

বর্ষা আগমণের প্রাক্কালে বুধবারই বৃষ্টিতে ভিজেছে রাজধানী। সকাল থেকেই দিল্লির আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পাশাপাশি এদিন বৃষ্টিপাত হয়েছে উত্তর প্রদেশেও। বর্ষা আগমণের প্রাক্কালে এদিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবেই খুশি দিল্লিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *