রাজ্যে অপুষ্টির শিকার ৪৬৪ শিশু আহারের তালিকায় অতিরিক্ত খাদ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ত্রিপুরায় মারাত্মকভাবে অপুষ্টির শিকার ৪৬৪টি শিশুর জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ তাদের অপুষ্টিমুক্ত করার জন্য আহারের তালিকায় অতিরিক্ত খাদ্য সামগ্রী যুক্ত করা হবে৷ ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷ তাতে ত্রিপুরা সরকারের বছরে প্রায় ২৪ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে৷


এ-বিষয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, অপুষ্টির বিরুদ্ধে ত্রিপুরা সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ সারা ত্রিপুরায় ৯,৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়তায় শিশুদের অপুষ্টির হার খুঁজে বের করা হয়েছে৷ তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুর ওজন, টিকাকরণ এবং জন্মের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, সারা ত্রিপুরায় ৪৬৪টি শিশু অপুষ্টিতে ভুগছে৷ তাদের জন্য ত্রিপুরা সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে, বলেন তিনি৷

মন্ত্রীর বক্তব্য, ওই শিশুদের জন্য সপ্তাহে অতিরিক্ত দুটি ডিম, কুড়ি গ্রাম গুড় এবং ২০০ এমএল দুধ বরাদ্দ করা হবে৷ সপ্তাহে ছয়দিন তারা ওই আহার পাবে৷ তাতে, বছরে প্রায় ২৪ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করবে ত্রিপুরা সরকার, বলেন তিনি৷ তাঁর কথায়, অতিরিক্ত ডিম বাবদ ৩ লক্ষ ১১ হাজার ৮০৮ টাকা, ২০ গ্রাম গুড়ের জন্য ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টাকা এবং ২০০ এমএল দুধের জন্য ১৮ লক্ষ ৭০ হাজার ৮৪৮ টাকা খরচ করা হবে৷ তাঁর দাবি, একটি শিশুও অপুষ্টির শিকার না থাকে সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এদিকে, রাজ্যে গর্ভবতী মায়েদের পুষ্টি সরবরাহের বিষয়টি আরও উন্নত করতে এবং কন্যা সন্তান সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার এবং ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান নামে নতুন দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতেই গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই দুটি প্রকল্প চালু করার অনুমোদন দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *