নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.): দিল্লির ছাতারপুরে একটি করোনা কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করল ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি। এই করোনা কেন্দ্রে ১০ হাজার রোগীকে একসঙ্গে রেখে চিকিৎসা করা হবে। দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহযোগিতায় আইটিবিপি – একটি করোনা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
আইটিবিপি চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই কেন্দ্রের দায়িত্বে থাকবে। পাশাপাশি দিল্লি সরকারেরও একটি চাহিদা ছিল আইটিবিপিকে এই দায়িত্ব দেওয়ার জন্য। ২৬ জুন থেকে ২০০০ শয্যা নিয়ে কাজ শুরু করবে এই করোনা কেন্দ্র।পরবর্তী পর্যায় এর ক্ষমতা বাড়ানো হবে ১০ হাজার পর্যন্ত।এই কেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ দিল্লি জেলা প্রশাসনকে। বুধবার আইটিবিপি আধিকারিকরা গোটা কেন্দ্র ঘুরে দেখেন। ছাতারপুরের রাধা সৌমী সৎসঙ্গ বিয়াসে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে।