নয়াদিল্লি ও কলকাতা, ২৩ জুন (হি.স.): জ্বালানি তেলের দাম কমছেই না, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। এই নিয়ে পরপর ১৭ দিন, মঙ্গলবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, সমস্ত মেট্রো শহরে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। ০.২০ পয়সা দাম বৃদ্ধির পর এদিন দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৯.৭৬ টাকা, কলকাতায় ০.১৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৮১.৪৫ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.১৮ পয়সা ও চেন্নাইয়ে ০.১৭ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৬.৫৪ টাকা এবং ৮৩.০৪ টাকা।
বিগত ১৬ দিনের মতো মঙ্গলবারও পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলের। এদিন ০.৫৫ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭৯.৪০ টাকা, কলকাতায় ০.৪৯ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৭৪.৬৩ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫২ পয়সা এবং চেন্নাইয়ে ০.৪৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-৭৭.৭৬ টাকা এবং ৭৬.৭৭ টাকা।